আমাদের কথা খুঁজে নিন

   

কপাল যখন পোড়ে তখন এমনই হয়..

বসন্তের শেষ বিকেলে দেখে এলাম মেলা, কপাল যখন পোড়ে তখন এমনই হয়... ফেভারিট হয়েও হারছে কলকাতা নাইট রাইডার্স, যদিও খেলা শুরুর আগে সাপোর্টটা আমার কলকাতার পক্ষেই ছিল, কিন্তু খেলোয়াড়দের তালিকা দেখে মুডটা খারাপ হয়ে গেল। শাকিবের জন্য যে টিমের সাপোর্ট করবো সেই শাকিবকেই বাদ দিয়ে দল গড়েছে কেকেআর। শাকিবকে বাদ দিয়ে কয়েকটা ছাগলকে মাঠে নামিয়েছে শালারা। বিশ্বের একনম্বর অলরাউন্ডারকে বাদ দিয়ে টিম? সত্যিই অবাক করা। যদি শাকিব অফফর্ম হত তবে মেনে নেওয়া যেত। কিন্তু সদস্য সমাপ্ত এশিয়া কাপ ও বিপিএল-এ শাকিবের পারফরম্যান্স ইর্ষনীয়, কিন্তু তারপরও শাকিবকে বাদ রেখে টিম গড়লো কেকেআর। ধিক তোদের ওপর...। পুনেও কি এইক কাজ করবে? নাকি তামিমকে খেলাবে? ভারত বলে কথা... বাংলাদেশকে ছোট করাই তো ওদের নীতি... দেখা যাক কি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।