আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের “রাজ কপাল” : জামাতের “জাত-কপাল”, হায়রে ! “রাজ-জাত” কপাল !!!

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

আসলেই রাজাকার জামাতীদের কপালই বলতে হয়। কি “রাজ-জাত” কপাল করেই না তবে এ পৃথিবীতে এসেছিল, ৭১’এ গণহত্যা, ধর্ষন, খুন, রাহাজানি কোনটাই বাদ রাখেনি তারপরেও সর্বদা, সর্বক্ষনে সুরক্ষিত। কপাল ওয়ালা লোক ছাড়া কি এমনও সম্ভব হয় ? ৭১’এর পর্ব পার হতেই এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার প্রতি হাত পড়ল, সেখানেও নিরাশ হলনা, ক্ষমা চাওয়া, শাস্তি দূরে থাক তখন পুরোদমে ক্ষমতায় স্থান করে নিল। গাড়ীর সামনের ফ্লাগে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা পত পত করে উড়িয়ে নির্বিঘৈœ পথ ঘাট চলতে লাগল। এবার বলুন আমি কি খারাপ বলেছি যে, কপাল ওয়ালা লোক। তা না হলে কিভাবে সম্ভব এসব ! যে দেশে মাত্র ৫০০০/= টাকা ঋন পরিশোধে ব্যার্থ ৮৫বছরের বৃদ্ধকে হাতে দড়ি লাগিয়ে নিয়ে যাওয়া হয়, মিডিয়ায় তা আবার দেখান হয়, যেখানে ঋন না নিয়ে ঋনের বোঝা বইতে হয় না হলে সম্পত্তি ক্রোকের ভয়ে পালিয়ে বেরায় সে দেশে কিনা সম্ভব। সুতরাং আমাদের দেশের যেকোন অসম্ভবকেও সম্ভব হিসেবে ধরে নিতে এখন আর কষ্ট হয়না যখন দেখি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গ্রেফতার অভিযানে অনেক ঝানু ঝানু নেতা, চেলার ধরা পড়ছেন তখনও একটি বিষয়ে একটি দলের ব্যপারে নির্বিকার দেখে এটাকেও খুব সাধারণ একটি সম্ভব বলে ধরে নিই। জাতির খুনী পরিচয়ে যারা আজও বীরদর্পে দেশের মাটিতে বিচরণ করে তাদের বিচারের দাবীতে আর কোন আক্ষেপ নয় বরং তাদের এই “রাজ-জাত” কপালের জন্য মাঝে মাঝে হিংসে হয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.