জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়। অল্পতেই বলি।
ফেইসবুকে বেশ কিছু ইসলাম বিরোধী পেইজ আছে,আমি ওদের নাস্তিক বলতে নারাজ। কারণ ওরা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে প্যাচাল পারে।
যাহোক পেইজ গুলো বিরুদ্ধে যদি বড় ধরনের প্রতিবাদ করা যায় তাহলে কি সরকার নজর দিবে?? উত্তরটা জানাবেন।
ইসলাম বিরোধী যে পেইজ গুলো আমার নজরে পড়ছে।
১। বাংলায় বান্দা-শরিফ (বান্দা-আয়াত সমগ্র)
২। তিন গোয়েন্দা ( মুভি ) [ নন অফিশিয়াল ফান পেজ ]
৩। আমরা সত্য কথা বলি তাই আমরা "বেয়াদপ"
৪।
যদি কিছু মনে না করেন(Jodi kichu mone na koren)
৫। ধর্মের বানী সবচেয়ে ফানি
এইসব পেইজের স্ট্যাটাস বা কমেন্ট গুলো এতোই কুরুচিপূর্ণ যে পড়লেই বমি আসে। আর সাথে আছে ওদের মুখস্থ বুলি গুলো।
রিপোর্ট করে কোন লাভ আজ পর্যন্ত হয় নাই,ভবিষ্যতেও হবে না।
সবাই মিলে মানববন্ধন বা ধর্ম মন্ত্রণালয়ে আবেদন এইসব উদ্যোগে পেইজ গুলো কি বন্ধ করা যাবে??
বিঃদ্রঃ-- নাস্তিক নামক ছাগলের ৩ নং বাচ্ছা গুলোর সাথে আমি ঝগড়া করতে অনিচ্চুক।
এইসব মানসিক রোগীর সাথে কথা বলতেও ইচ্ছে নাই। তাই নাস্তিক নামক মানসিক রোগী যারা আমার কাছে ছাগলের ৩ নং বাচ্ছা তারা এই পোষ্টের দূরে গিয়ে মরেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।