বাড়ির পাশের ছোট্ট একটা পুলে বসে আছি । আশেপাশে কোথাও কেউ নেই... এখানে এসেছিলাম কিছু সময় একা থাকার জন্য... কিন্তু একা আর থাকতে পারছি কই? সাথেই যে 'একাকীত্ব'! প্রিয় বন্ধুরা সবাই আজ ''জীবনগড়া'' নিয়ে ব্যস্ত, কারো হাতেই আর অত সময় নেই। আজ খুব একা। 'একাকীত্বকে' আমি খুব ভয় পায়ী।এই 'একাকীত্বটাকে' সবসমই ঘৃণা করে এসেছি অথচ দুঃখের দিনগুলোতে একেই সব সময় পাশে পাই... দুঃসময়ের দিনগুলোতে সুখময় স্মৃতিগুলো নিয়ে সে আমার পাশে দাঁড়ায় । অথচ একে আমি কোনদিনই ভালবাসি নি এবং কখনো বাসবোও না ! কিন্তু আমি নিশ্চত দুঃখের দিন গুলোতে এ আমার পাশে থাকবে। মাঝে মধ্যে আবার মনে হয় আমি তো একা নই...'একাকীত্ব' যে সবসময় বন্ধুর মতো আমার পাশে থাকে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।