আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা।
ঘুমানোর সময় মা'কে অনেক মনে পড়ে। মায়ের অবুঝের মতো আচরণ গুলো এতো মনে পড়ে।
বাসায় যখন থাকি, ঘুমানোর সময় বারবার রুমে এসে দেখে যাবে, মশারি টাঙিয়েছি'তো, নাকি লাইট জ্বালিয়ে টিভি ছেড়ে দিয়েই ঘুমিয়ে পড়েছি।
আর মাথার উপর মশা জটলা করে ভোঁ ভোঁ করছে।
ভীষণ রাগ লাগে। । বলি আম্মা, আমার ঘুমাইতে দেরি হবে। আপনি শুয়ে পোড়েন তো।
। বিরক্ত করেন ক্যান??
আম্মা চলে যায়। । কিছুক্ষণ পর দেখি, আমার পর্দার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন। এতো রাগ লাগে, কি বলবো।
।
কিন্তু কি অবাক করা কাণ্ড। আজ আমিই সেই যন্ত্রণাটাকে এতো বেশি মিস করতেছি, যা প্রকাশের ভাষা আমার জানা নাই।
ব্যাচেলর জীবনে যত আনন্দ, যত মজাই থাকুক না কেন, না আছে আব্বা-আম্মার আদর, না আছে বোনদের ভালোবাসা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।