আমাদের কথা খুঁজে নিন

   

একাকীত্ব।

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

একাকীত্বের সওদা করি দল বেঁধে খদ্দেরেরা আসে দিন শেষে খুশ দিলে গুদামে ফিরে দেখি ভরে আছে সে পূর্বের মত। নাগালের মধ্যে কেউ নেই কোনদিন ছিলোওনা পরিসংখ্যান আর সমীক্ষার আলোকে ভবিষ্যতে কেউ থাকবে সে ভরসাও নেই। অতঃপর, মুখ রক্ষা করতে- ঠিক ততোটাই বিচ্যুত হতে চাই যতোটা হলে পরিপূর্ণ বিচ্ছিন্ন হওয়া যায় ঠিক ততোটাই নিঃসঙ্গ হতে চাই যতোটা হলে পরিপূর্ণ একা হওয়া যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।