বসে বসে একা একা দূর আকাশে মেলেছি পাখা
সাদা সাদা মেঘ ভাসে ঐ নীল আকাশে
আলোয় আলোয় ধরণী হাসে ঝিরি ঝিরি বাতাসে।
কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে
হেলার ছলে ভবের পথে হারালে কেনো অন্ধকারে।
গোধুলী নিয়ে সন্ধ্যা নামে ব্যস্ত ব্যস্ত দিনের শেষে
স্বপ্নলোকে চন্দ্রিকা আসে মিটি মিটি তারার মাঝে।
কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে
হেলার ছলে ভবের পথে হারালে কেনো অন্ধকারে।
সব ব্যাথাকে দূরে ঠেলে ভালোবাসার পথটি ধরে
বাইরে আসো মুক্ত মনে নুন্যতম শঙ্কা ছেড়ে।
কেনো তুমি রইলে বসে চার দেয়ালের বন্ধ ঘরে
হেলার ছলে ভবের পথে হারাও কেনো বারে বারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।