আবার!
এক সময় ছিল যখন আমি একাকীত্ব সহ্য করতে পারতাম না। অসহায় লাগতো। কিন্তু গত কয়েক মাস আমাকে অনেকটা বদলে দিছে। পুরোপুরি একা ছিলাম। না কারো সাথে ঠিকমত কথা, না আড্ডা।
প্রচন্ড অসহায় এক সময় পার করলাম। এমন কেউ দূরে পাশে ছিলো না যাকে কিছু বলতে পারছি। মনে হচ্ছিলো ডুবে যাচ্ছি। কিন্তু মানুষ আসলেই অদ্ভুত প্রাণী। একা একা লাগতে লাগতে এখন কেমন জানি সয়ে গেছে।
এখন মন খারাপ ও থাকেনা, একাও লাগেনা। আজিব অনুভূতি। এখন আমার আড্ডা মারলেও চলে, না মারলেও চলে, কারো সাথে সারাদিন কথা বললেও চলে, না বললেও চলে। অনুভূতি আছে, কিন্তু আসক্তি নাই। ধুম করে সব বাতি একসাথে নিভে গেলেও অন্ধকার লাগেনা।
অনেক শক্ত হয়ে গেছি আমি। আমার অসহায়ত্বই এখন আমার শক্তি হয়ে গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।