আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন এইযে পাগল একটু দাঁড়ান একটু দোয়া করুন না চলছেনা যে পাঙ্খা-বাতি হাতটা তুলে ধরুন না বসে আছি অন্ধকারে উঠছে পড়া চাঙ্গে এইনা শুনে পাগল বসে কী যে দোয়া মাঙে হঠাৎ দেখি আকাশ ভেঙে বৃষ্টি পড়ে মাটিতে মিষ্টিমুখে বৃষ্টিকে তাই বসতে দিলাম পাটিতে মন জুড়ালো প্রাণ জুড়ালো দেশ জুড়ালো শেষে কী জানি কে এসেছিল পাগলানার বেশে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।