I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.
পড়াশুনা করে যে, গাড়িঘোড়া চড়ে সে-
বেড়ে উঠলাম আমি এই বাণী শুনে।
রাজারাজড়ার মত ঘোড়ায় চড়ে বেড়াবো
পড়া তাই দরকার, ভেবেছিনু মনে।
গাড়ি চড়ে অনেকেই, ঘোড়ায় কেই-বা চড়ে,
চারিপাশে খুঁজে দেখি আছে কে এমন?
সবচেয়ে বেশী পড়ে ঘোড়ার মালিক হবে
ক্লাসে ভাল ছাত্র, প্রথম যে-জন।
গিয়ে তবে পুছি তারে “শোনো ভাই কানে কানে
তোমার বাহন, সেটা গাড়ি নাকি ঘোড়া?”
হঠাত খেয়াল করি ব্যাগে তার জোড়াতালি
শার্টের হাতা আর কলারেতে ছেঁড়া।
“আমিও তো গাড়ি চাই, ঘোড়ায় চড়িব তাই
দিনরাত মন দিয়ে পড়াশুনা করি।
কতদিন চলে গেল, রেজাল্টও ভাল হলো,
কই গেলো ঘোড়া আর কই পাবো গাড়ী?
মন দিয়ে তবু পড়ি, পাবোই বড় চাকুরি
হবে মোর সেইদিন কাঁড়ি কাঁড়ি টাকা।
গাড়ি বাড়ি কিনিব, ঘোড়াও কিনিয়া নিবো
ঘুরিয়া যাইবে মোর ভাগ্যের চাকা। ”
আজ বহুদিন পরে সেই কথা মনে পড়ে
কোথায় হারিয়ে গেলো মেধাবী সে ছেলে?
অনেকের জানামতে, সে এখন জেল-খাটে
পড়েছে ছাত্র-রাজনীতির কবলে।
এইভাবে ঘুরে গেলো ভাগ্যের চাকা তার
পড়াশুনাটাও শেষ হলো না তো আর।
বড়-বড় জ্ঞানী কথা, সবি তো হয়েছে বৃথা
সময় হয়েছে, কথা বদলে দেবার।
আজ থেকে জেনে নিয়ো পড়াশুনা যত করো
নিখুঁত জীবন তব নিশ্চিত নয়।
শিখো তবে গোলাগুলি, রাজনীতির অলিগলি
জেলের খাঁচায় যেন না-যাইতে হয়। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।