আমাদের কথা খুঁজে নিন

   

লেখাপড়া করে যে, অনাহারে মরে সে

My mail address : shuvroparvez@yahoo.com

“লেখাপড়া করে যে, অনাহারে মরে সে” - বিশাল চিন্তার বিষয়। তবে আমি লেখা পড়ার উপকারীতা বা অপকারীতা নিয়ে লিখছি না। লেখা পড়া ও বেকারত্ব শীর্ষক কোন প্রবন্ধ নয় এটি। লিখতে বসেছি , “হীরক রাজার দেশে” - নিয়ে। যারা দেখেছেন তারা তো জানেন যে অসাধারন একটি ছবির কথা বলছি।

সত্যজিত রায়ের মেধার কোন জুড়ি নেই। আমার মত অতি আধুনিক ছেলেদের বলছি, আমি বাঙলা সিনেমা দেখা ছেড়েছি প্রায় আট বছর । তবে গুটি কয়েক ভাল ছবি যে দেখিনি তা নয়। তবে ১৯৮০ , সালের একটি ছবি কিভাবে আমাকে এতটা মুগ্ধ করলো , তা বলতে পারবো না। আমার জন্মেও ১০ বছর আগের একটি অদ্ভুদ মজার সিনেমা দেখলাম , আমার মায়ের চাপাচাপিতে ।

তবে দেখার পর বিষ্মিত হলাম , এই ভেবে যে , বর্তমান কালের কোন বাংলা ছবির এত শক্তি আছে কি এত বছর পরও সকল বয়সের মানুষের নিছক আনন্দেও উপকরণ হতে পারে ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।