আমাদের কথা খুঁজে নিন

   

লেখাপড়া করে যে ...।

পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... ঘুম ঘুম চোখ, যাত্রীর ভিড়, শহুরে যানজট, আবারো ক্লাস মিস নিত্য দিনের মত। আধখাওয়া শরীর, ক্লান্ত পা, তবু ছুটে চলা, আনমনে হাসি পায়- “লেখা পড়া করে যে, অনাহারে ...” থেমে যায় কথাটা দমকা হাসিতে। মিশে গেছে সব রঙ কাল আর সাদায়, লাল পাড়, নীল চুড়ি, নীল ঘুড়ি আর সুতো, ধুলো পড়া চিঠি নিরবে খসে পড়ে হটাত খসে পড়া নক্ষত্রের মত। নির্ঘুম রাতে তথাপি ভুতুরে হাসি ফিরে আসে, স্বপ্নকালো আকাশে ওড়ে ধূসর নীল ঘুড়ি, ছেঁড়া সুতোর পেছনে ছুটে চলি, একটা ঠিকানায় পৌঁছে যাব একদিন, কোন এক সোনালি সে দিনে তুমি যেমন ছিলে ... তারপর হটাত হারিয়ে যায় সব- ঘুম ঘুম চোখ, যাত্রীর ভিড়, শহুরে যানজট। ১৯/৯/১১,ক্লাসে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।