আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুলের কাছে হাসিনার কথা ‘বালিকাসুলভ’

I never knew how to worship until I knew how to love. প্রধানমন্ত্রীর কথাকে ‘বালিকাসুলভ’ আখ্যায়িত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে কটাক্ষ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “এক জন ছোট বালিকার মনে যা আসে তা-ই যেমন বলতে থাকে, আমাদের প্রধানমন্ত্রীও সেই রকম কথা বলতে থাকেন। তার কাছ থেকে আমাদের ছেলে-মেয়েরা কী শিখবে?” উদাহরণ হিসেবে এশিয়া কাপের ফাইনাল খেলার দর্শক বিএনপি চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, “দেশনেত্রী এশিয়া ক্রিকেট কাপের ফাইনাল খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন। তা নিয়েও প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন।

তিনি এক সভায় বলেছেন, তার কাজের বুয়া নাকি বলেছে, ‘বেগম জিয়া খেলা দেখতে গেছেন বলেই ........ হয়েছে। “এটা কি কোনো প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে,” প্রশ্ন রাখেন ফখরুল। এশিয়া কাপের ফাইনালে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতাও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা ছিলেন। ওই খেলায় বাংলাদেশের হারের কয়েকদিন পর ২৭ মার্চ এক সভায় শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে বলেছিলেন, “আমরা তো জিতেই গিয়েছিলাম। মাত্র দুটি রান।

পাকিস্তানপ্রেমী যিনি, আইএসআইয়ের টাকা খায়। না গেলেই .. “জীবনে মাঠে যায় না। সে দিনই ক্রিকেটপ্রেমী হয়ে গেল। মাঠে ঘাটে সকলে এই কথাই বলে। ” ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ফখরুল আরো বলেন, “তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে প্রতিহিংসা, বিদ্বেষ, বিরোধী দলের নেতার চরিত্রহনন ছাড়া আর কিছু নেই।

” প্রধানমন্ত্রীর কথাকে ‘বালিকাসুলভ’ আখ্যায়িত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে কটাক্ষ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “এক জন ছোট বালিকার মনে যা আসে তা-ই যেমন বলতে থাকে, আমাদের প্রধানমন্ত্রীও সেই রকম কথা বলতে থাকেন। তার কাছ থেকে আমাদের ছেলে-মেয়েরা কী শিখবে?” উদাহরণ হিসেবে এশিয়া কাপের ফাইনাল খেলার দর্শক বিএনপি চেয়ারপারসনকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, “দেশনেত্রী এশিয়া ক্রিকেট কাপের ফাইনাল খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন। তা নিয়েও প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন।

তিনি এক সভায় বলেছেন, তার কাজের বুয়া নাকি বলেছে, ‘বেগম জিয়া খেলা দেখতে গেছেন বলেই ........ হয়েছে। “এটা কি কোনো প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে,” প্রশ্ন রাখেন ফখরুল। এশিয়া কাপের ফাইনালে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতাও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা ছিলেন। ওই খেলায় বাংলাদেশের হারের কয়েকদিন পর ২৭ মার্চ এক সভায় শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে বলেছিলেন, “আমরা তো জিতেই গিয়েছিলাম। মাত্র দুটি রান।

পাকিস্তানপ্রেমী যিনি, আইএসআইয়ের টাকা খায়। না গেলেই .. “জীবনে মাঠে যায় না। সে দিনই ক্রিকেটপ্রেমী হয়ে গেল। মাঠে ঘাটে সকলে এই কথাই বলে। ” ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ফখরুল আরো বলেন, “তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে প্রতিহিংসা, বিদ্বেষ, বিরোধী দলের নেতার চরিত্রহনন ছাড়া আর কিছু নেই।

” সুত্রঃ বিডি নিউজ ২৪ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.