আমাদের কথা খুঁজে নিন

   

‘গণঅভ্যুত্থান ঘটানোর শপথ’ ফখরুলের

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘ব্যর্থ’ হয়েছে। স্বৈরতন্ত্র এখন গণতন্ত্রকে ‘হত্যা করতে’ চলেছে।
“এ অবস্থা থেকে উত্তরণে আমরা আজ ৭ নভেম্বরের চেতনায় শপথ নিয়েছি- গণঅভ্যুত্থান সৃষ্টি করে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করব। ”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়া। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হলে জিয়া গৃহবন্দি হন।


ফাইল ছবি ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে জিয়া মুক্ত হন। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হন।
ফাইল ছবি
এই দিনটিকে প্রতি বছর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসাবে পালন করে বিএনপি।
জিয়ার কবর প্রাঙ্গণে দাঁড়িয়ে মির্জা ফখরুল বলেন, “সেদিন দেশপ্রেমিক সিপহী-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। আজকের সংকটকালীন অবস্থায় আমরা সশ্রদ্ধচিত্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি।

এ দিনটি আমাদের জাতীয়তাবাদী শক্তির কাছে শপথ নেয়ার দিন। ”
৭ নভেম্বরের চেতনায় দেশের মানুষকে ‘জেগে ওঠার’ আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.