শাহবাগ ও রমনা থানায় দায়ের করা তিনটি মামলায় হাইকোর্টে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে জামিনের ব্যাপারে কোনো আদেশ দেওয়া হয়নি।
আজ সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হয়।
শুনানিতে মির্জা ফখরুল ইসলামের পক্ষে অংশ নেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
এর আগে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নতুন কোনো মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে গেলে চেম্বার বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।