আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে এবার হিজাবের বিপ্লব: এটি একটি ধর্মীয় ও সামাজিক প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষী সন্ত্রাসীদের হাতে নিহত ইরাকি অভিবাসী শায়মা আলাওয়াদির প্রতি সমর্থন প্রকাশ করে দশ লাখ মার্কিন অমুসলিম নারী হিজাব বা ইসলামি শালীন পোশাক পরতে যাচ্ছে। অমুসলিম নারীরাই এ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বহু অমুসলিম নারী এরইমধ্যে মাথায় স্কার্ফ পরে তাদের ছবি সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেইসবুকে পোস্ট করেছে। এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ফেইসবুকে যে পেইজ খোঁলা হয়েছে তাতে ১০ হাজার লোক সমর্থন জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল সিটির বনিতা ভ্যালি অ্যাডভেনটিস্ট চার্চের অফিস ম্যানেজার জিয়ান ইউনিস এ প্রসঙ্গে বলেছেন,তিনিও শায়মা আলাউয়াদির পরিবার ও বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মাথায় স্কার্ফ পড়বেন।

দৈনিক ওয়াশিংটন পোস্ট তার ওই মন্তব্য প্রকাশ করেছে। গত মার্চে ইরাকি অভিবাসী ও পাঁচ সন্তানের জননী শায়মা আলাওয়াদিকে ক্যালিফোর্নিয়ায় তার বাড়ী থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় এবং এরপর তিনি মারা যান। ইসলাম বিদ্বেষীরা তাকে ব্যাপক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। তারা শায়মা আলাওয়াদির পাশেই একটি চিরকুট রেখে যায়। সেখানে লেখা ছিল,"তোরা নিজ দেশে ফিরে যা,তোরা সন্ত্রাসী।

"# আসলে নারীদের শোভন ও শালীন পোষাক এবং হিজাব প্রয়োজন তাদের নিজেদের সৌন্দর্যের জন্য আর এখন তা মার্কিন নারীরাসহ বিশ্বের অমুসলিম নারী সমাজও বুঝতে পেরেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.