আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরে হলো মিশরের ফারাও!

মিসরের সিংহাসনে অধিষ্ঠিত ফারাও (ফেরাউন)। হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। যে ব্যক্তি তার স্থলাভিষিক্ত হল, সে কিন্তু মিসরীয় ছিল না। তার প্রকৃত নাম কাবুস, জন্মস্থান- বলখ। যৌবণে সে ভাগ্যান্বেষণে বের হয়।

একসময় সে বেউশাহমা শহরে এসে পৌঁছে। সেখানে এক ভবঘুরে যুবক হামানের সাথে তার সাক্ষাৎ হয়। দু‘জনের প্রকৃতি ও চরিত্র একই হওয়ায় তাদের মধ্যে দ্রুত সখ্যতা ও বন্ধুত্ব গড়ে উঠে। একসময় তারা ঘুরতে ঘুরতে মিসর রাজ্যে উপনীত হয়। এসময় দু‘জনের কারও কাছেই একটা কানাকড়িও ছিল না।

খরবুজার মৌসুম। রাস্তার পাশে একটি ক্ষেতে সুপক্ক খরবুজা শোভা পাচ্ছে। মালিক ক্ষেতে মজুর দিয়ে কাজ করাচ্ছে। কাবুস ও হামান নিজেদের ক্ষুধার কথা বলে মালিকের কাছে একটি খরবুজা খেতে চাইল। মালিক বিরক্তির স্বরে বলল, ‘তোমরা সুস্থ্য সবল যুবক।

চেয়ে খাচ্ছ কেন? কাজ করে খাবার চেষ্টা কর। ’ - এই কাবুসই পরবর্তিতে ২য় রামেসিস । ২য় রামেসিস পরবর্তিতে অর্বিভূত হন মিশরের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ফারাও বলে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।