দ্রোহের আগুনে উঠুক জ্বলে
যখন তুমি যত্নে অনেক
ওই সে সুবাস গায়ে মাখো,
মাখতে গিয়ে হঠাৎ আমায়
ভীষন হেলায় তাকিয়ে দেখো।
তখন আমার ইচ্ছে ভীষন
না হয় হব আয়না আমি,
অবঙ্গাতে চাইবেনা আর
দেখবো তোমায় দিবস যামী ।
কখোনোবা আকাশ পানে
তাকিয়ে হারাও নিজের মাঝে,
চারপাশেতে খুব কলরব
ব্যস্ত সবাই হাজার কাজে।
তখন আমার হয় মনে হয়
পাড়ি জমাই দূর সে দেশে,
হয়তো কোন তারা হব
দেখবে হঠাৎ ভালোবেসে।
যখন তুমি বর্ষা দিনে
হাতের ছোঁয়ায় বৃষ্টি মাখো,
কিংবা ওই হতভাগা
জড়িয়ে তাকেই গালে মাখো।
তখন আমার হয় মনে হয়
অশ্রু দিয়ে আকাশ ঢাকি,
তবেই বুঝি ছোঁব তোমায়
ভেবেই মনে মেঘকে রাখি।
এমনি করে যখন তুমি
হেলায় মাড়াও ভালোবাসা,
যখন তুমি চূর্ন কর
আমার মনের ছোট্ট আশা।
তখন আমি ভাঙ্গতে গিয়ে
হঠাৎ অচীন সুখেই গড়ি,
ভুলতে গিয়ে তোমায় প্রিয়ে
আবার তোমার প্রেমেই পড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।