সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...
বকুল তলায় হারিয়ে ফেলা সোনার নোলকটি আমি আর কোথাও পেলাম না ! যদি হারিয়ে যাওয়া; তবে কেন এসে বুকের ঘরে সংসার পাতা !
ছোট্ট ঘেরে বৌ হয়ে আসা কাগুজে পুতুলটার সাতে কথা হয় না প্রায় একশো বছর । আর তাতেই পুতুলটার ঠোঁটে -সোনালী চুলে -টোলফোলা গালে কথা না-বলার কী প্রগাড় অভিমান ! তোমার সাদা কাফন হয়ে যাবার পর থেকেই ও এইরকম। ও আমার একমাত্র কথা বলার মানুস । অথচ ওর সারাদিন কেবল কথা না বলে থাকা!
আমি কিন্তু বেশ ভালোই আছি ! রান্না -অফিস-খাওয়া-রান্না...!
তোমার পুতুলটা না বড্ড হিংসুটে ! আমার এই বেঁচে থাকা ;ওর পছন্দ নয়। আমি নাকি নিষ্ঠুর; ভালোবাসতে জানি না। বলো ও কি করে বুঝবে আমাদের ভালোবাসার কথা ??? ও কি করে জানবে -প্রতিরাতে আমার জানালায় তোমার চাঁদ হযে ফিরে আসা !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।