দ্রোহের আগুনে উঠুক জ্বলে
বিষন্ন এক আনমনা নূপুর
তোমার পায়ে বাজতে থাকে অবেলায় ।
অথবা,
নীলচে পাড়ের শাড়ি,
যেখানে আমার কষ্ট মাখা অনিমেষ ।
আমার আবোলতাবোল ভাবনাগুলো
তোমার খোলা চুলেই মাখামাখি ।
তোমার অবাক চোখ
আর হাজারো প্রশ্ন,
আমার মাথার ঘরে বসত গড়ে পাকাপাকি ।
মগজের ঘুনে ধরা কোষে
রংধনু ওড়ে অনিমেষ
তোমায় ভেবে ।
ইচ্ছেঘুড়ির ওড়াউড়ি
সারাটা বিকেল জুড়ে ।
পাগল হাওয়ার নাচন মনের আঙ্গিনায়,
শুধু ওই চোখে
আর একটাবার চোখ ফেলতে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।