আমাদের কথা খুঁজে নিন

   

জীবন বহমান, জীবনের নিয়মে!

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা... কতদিন পরে ব্লগে এলাম? অনেকদিন হবে। অফলাইন থেকে অনলাইন হতে কি-বোর্ডের কয়েকটা "কি" প্রেস করার ধৈর্য হয়না। খুব কি ব্যস্ত? না, তাও নয়। আমি যে নেটবুকটা ব্যবহার করি সেটা নষ্ট হয়ে গেল। নিয়ে গেলাম এলিফেন্ট রোড- মাল্টিপ্ল্যানে।

একটা আইসি বসে গেছে ঠিক করতে নাকি হাজার ২ এক টাকা লাগবে। তা লাগুক, ঠিক করে দিন। আমি মোটামুটি ভালোমানের কম্পিউটারজীবি। কম্পিউটার ছাড়া দিন কাটানো সহজ নয়। আসলে আমার ম্যুভি আর টিভি সিরিয়াল দেখার নেশা পেয়েছে খুব ভালোমত।

একটা পরিসংখ্যান দিলে বিষয়টা স্পষ্ট হবে। গত তিনদিন কোন ম্যুভি দেখিনি, কারণ আমার নেটবুক সারাইখানায় ছিল। এর আগে টিভি সিরিয়াল "বোনস" দেখছিলাম। দুই সিজন দেখা শেষ। প্রথম দিকে বিরক্ত হলেও পরে খুব মজা পাচ্ছি! এর আগে টানা ২ সপ্তাহে "লস্ট" টিভি সিরিজটা শেষ করেছি।

অসাধারণ। তারো আগে মোট ১০০ টা ম্যুভি দেখলাম। ইচ্ছা ছিল ৩০ দিনে ১০০ ম্যুভি দেখবো, টার্গেট অনুযায়ি খারাপ এগোচ্ছিলাম না। কিন্তু ৩০ দিনে পারিনি, সময় লেগেছে সব মিলিয়ে ৪২ দিন!! যে কেউ মনে করতে পারেন আমি মোটামুটি নিষ্কর্মা। তাও নয়।

এর মাঝেই কিন্তু বিএমসি রিসার্চ নোটস-এ আমাদের একটা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রমান দেখতে চাইলে- এখানে দেখুন! ও যা বলছিলাম, নেটবুকটা সারাইখানায় দেয়ার পর ওরা বললো "বায়োস" গেছে। ঠিক হবেনা। শেষে আজ আরেকটা যন্ত্র কিনে বাসায় এলাম। দেখি একটা ম্যুভি বা বোনস্‌এর সিজন থ্রি শুরু করা যায় কিনা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.