১৯৯৬ সালের ১লা এপ্রিল ছিল আমার জীবনের প্রথম উল্লেখযোগ্য দিন। দিনটার বিশেষত্ব হচ্ছে এদিন আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। প্রথমবারের মত অনুভব করছিলাম যে আমি বড় হয়ে যাচ্ছি। সম্পূর্নরুপে ঘোরের মধ্যে ছিলাম। আজ আর মনেও নাই সেদিন কিভাবে দিন শুরু হয়েছিল,কিভাবে পরীক্ষার হলে পৌঁছেছিলাম, কিরকম পরীক্ষা দিয়েছিলাম বা কিভাবে ঘরে ফিরে এসেছিলাম।
এমনকি এটাও মনে নাই যে সেদিন কি পরীক্ষা ছিল। কিন্তু প্রচলিত রীতি অনুসারে বাংলা প্রথম পত্রই হওয়ার কথা।
আমাদের পরীক্ষা অবশ্য আরো আগে হওয়ার কথা ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা শিক্ষা মন্ত্রনালয়ে পরীক্ষা পিছিয়ে দেয়ার অনুরোধ করলেন। দেশের পরিস্থিতি এত সঙ্গীন যে মন্ত্রনালয়ের কাছে কোন উপায়ও ছিল না।
তারা পরীক্ষা পিছিয়ে দিলেন।
শাহজাহানপুরে রেলওয়ে স্কুলে সিট পড়েছিল আমার। কপালের নাম গোপাল,একদম ফার্স্ট বেঞ্চে। এমনিতে রচনামূলক অংশে কারো সাহায্য নেয়ার তেমন সময় পাওয়া যায় না। কিন্তু নৈর্ব্যক্তিক অংশটার জন্য একটু ভাল জায়গায় সিট পড়া দরকার ছিল।
৫০০ প্রশ্নের ব্যাংক প্রথা বাতিল করার পর আমরাই প্রথম ব্যাচ ছিলাম। বইয়ের যেকোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারত। সেকারনে ফার্স্ট বেঞ্চে সিট দেখে মন খারাপ হয়েছিল খুব। সেই মন খারাপের কন্টিনিউশনেই হয়ত রচনামূলক খুব খারাপ হল। ৫০ এ মাত্র ১৬ পেয়েছিলাম।
ব্লগে আজকে রেজিস্ট্রেশন করলাম। এর আগে পড়তাম অবশ্য। তেমন কিছু লেখার পাচ্ছি না। তাই ডায়রী লিখলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।