আমাদের কথা খুঁজে নিন

   

বোনের আঙুলে পরীক্ষা দিচ্ছে জুঁই

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" নরসিংদী মহিলা কলেজ কেন্দ্রে আর যারা পরীক্ষা দিচ্ছে,তার মধ্যে সহজেই আলাদা হিসেবে চিহ্নিত করা যায় হাওয়া আক্তার জুঁইকে। আজ সকাল থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় ওই কেন্দ্রের আর সবাই নিজেরা লিখলেও তা পারছে না জুঁই, মামাত বোন সানিয়া আক্তার লিখে দিচ্ছে জুঁইয়ের হয়ে। জুঁইয়ের এই পরিণতির কারণ হিসেবে দায়ী করা হয় তার স্বামী রফিকুল ইসলামকে। পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় জুঁইয়ের আঙুল কেটে দিয়েছে সেই পিশাচটি। গত বছরের ৪ ডিসেম্বর আঙুল হারালেও মনোবল যে একটুও হারায়নি জুঁই, তার প্রমাণ এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া- বলছেন তার সতীর্থরা।

জুঁইয়ের মা পারভীন আক্তার বলেন“আমার মেয়ে অনেক সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তার স্বামী তার হাত কেটে ফেলেছে। হাত কাটার পরও সে পরীক্ষায় অংশ নিচ্ছে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। ” বোন সোনিয়াকে নিয়ে সকালেই কেন্দ্রে ঢোকে জুঁই,আজ বাংলা প্রথমপত্রের পরীক্ষা দেয় সে।

হাতের আঙ্গুল না থাকায় স্থানীয় প্রশাসন ও শিক্ষকদের সায় পেয়ে পরীক্ষার উত্তরপত্র লেখার জন্য বোনকে পেয়েছে সে। নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আবুয়াল ইসলাম সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন “এটা খুবই দুর্ভাগ্যজনক যে তাকে এভাবে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষায় ভাল ফল করে সে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং সে যেন বুঝিয়ে দিতে পারে, আমিও পারি, সেটাই আশা করছি,” বললো জুঁই...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।