যুক্তিটা যায় না, তবু যেন একবার দাড়ায়েছে আনকোরা এ যুগের বাটপার। ঘুরে ফিরে রাজপথ, টকশোতে দিন পার ছায়াতলে থেকে থেকে হয়ে গেছে বাটপার। বুলি যেন বুলি নয়, যেন রস গোল্লা জয় করে জনতার দিল, মন, কল্লা। এরা সব চাটুকার, স্বীকৃত বাটপার মরা লাশ জেতা করে, কি আজব কারবার। কোট-টাই পরে দেখি, সারা দিন ঘুরে তারা মনে হয় ভদ্দর, আসলেতো আনকোরা। এরা সব শয়তান, মানুষেতে মিশে তাই যারে তারে ভাদা করে, মন করে ছিনতাই। নর-নারী এই কাজে মিলে মিশে একাকার ভাল না খারাপ সেটা দেখে শুনে বুঝা ভার। এরা সব বাটপার, আসলেই বাটপার চোখ কান খোলা রেখে থাক সব হুশিয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।