ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা চর্চা সংক্রান্ত আইন বা "এ এফ এস পি এ" তুলে নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার বা তদন্ত-প্রতিবেদক। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যায় হত্যাকাণ্ড সংক্রান্ত জাতিসংঘের তদন্ত-প্রতিবেদক ক্রিস্টফ হেইন্স আজ দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা চর্চা সংক্রান্ত আইন বা "এ এফ এস পি এ" "রাষ্ট্রের মাত্রাতিরিক্ত বা হঠকারী ক্ষমতার প্রতীক" এবং গণতন্ত্রে এর কোনো ভূমিকা থাকা উচিত নয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ১২ দিনের তদন্ত মিশন শেষে তিনি এ মন্তব্য করেছেন। হেইন্স বলেছেন, কাশ্মিরে আমার সফরের সময় "এ এফ এস পি এ"-কে ঘৃণিত ও মাত্রাতিরিক্ত কঠোর আইন বলে বর্ণনা করা হয়েছে। এটা স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘের আইন সংক্রান্ত কয়েকটি বডিও এ আইনকে আন্তর্জাতিক আইনের খেলাপ বলে উল্লেখ করেছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের তদন্ত-প্রতিবেদক হেইন্স তদন্তের জন্য কাশ্মির ছাড়াও গুজরাট, আসাম ও পশ্চিম বঙ্গ সফর করেছেন। আচ্ছা আমার মনে একটা প্রশ্ন উকি ঝুকি মারছে- জাতিসংঘের এই কমিটি কি বাংলাদেশে যাইবো নাকি । গেলে সেখানে কি এরকম কিছু দেখব নাকি তারা !!!/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।