আমাদের কথা খুঁজে নিন

   

অনুসন্ধানী রিপোর্টের পেছনে...

মানুষের জঙ্গলে ঝুলে আছি অনুসন্ধানী প্রতিবেদকের রিপোর্টে আজ চোখ পড়লো...১১ বছর ধরে ওরা প্রতারনা করে চলেছে। মারাত্মক অনুসন্ধান? পত্রিকার বয়স ১১ বছর পেরিয়েছে, অথচ আজই এই ব্যাপক কর্ম করতে সক্ষম হলো??? যাক তাওতো করেছে কিছু... কিন্তু উদ্দেশ্য কি? লাইসেন্স-ট্যাক্স ফাঁকি দেওয়া মোবাইল কোম্পানী, অবৈধ বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, ডায়গোনস্টিক সেন্টার, ক্লিনিক, রিক্রুট এজেন্সি, হ্জ্ব কোম্পানী, ব্যাংক অর্থাৎ অবৈধ প্রতিটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নবায়নের এই চর্চা শুধু প্রথম আলো নয়, প্রায় প্রতিটি জাতীয় (নিরপেক্ষ) পত্রিকা করছে। টিভি চ্যানেলগুলোও পিছিয়ে নেই। এরা সব পাঠক-দর্শককে কানা, বোবা, বধির এবং মানসিক রোগী মনে করে। দ্বিমুখী নীতি এক্ই বলে। ভুলে গেছেন নির্বাচনের আগে বিভিন্ন নেতা নেত্রীর জীবন কর্ম ধারাবাহিক ছেপে কার উদ্দেশ্য সফল করেছে এরা? দেশের রাজনীতির গতিবিধি নিয়ন্ত্রনের কি প্রাণান্ত চেষ্টা এদের? প্রতিটি পত্রিকার নামে আছে সরকারি জমি, বন বিভাগের জমি, ব্যক্তি প্রতিষ্ঠান দখলের অভিযোগ....ডেসটিনিও তাই। প্রতিটি অবৈধ কালোটাকার মালিক এখন পত্রিকার মালিক। ট্রান্সকম-প্রথম আলো/এবিসি রেডিও বসুন্ধরা- কালের কন্ঠ/বাংলাদেশ প্রতিদিন/বাংলানিউজ২৪/ডেইলি সান ডেসটিনি- ডেসটিনি/বৈশাখী রাংস-সকালের খবর বেক্সিমকো-ইন্ডিপেনডেন্ট এমন করে দেখলে সব জাতীয় সংবাদপত্রের পেছনেই কোন না কোন কুচক্রি মহলের হাত রয়েছে। উদ্দেশ্য????সহজেই অনুমেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.