আমাদের কথা খুঁজে নিন

   

অনুসন্ধানী রিপোর্ট: হয়রান বাঈজী কিভাবে সব জানে ??



রায়হান থেকে হয়ে গেছিল হয়রান......... আর সম্মান দিয়ে বলা "ভাই" শব্দটা হয়ে গেছে "বাঈ".... সবমিলায় "হয়রান বাঈজী".... এই ব্লগের বিশিষ্ট ইডিয়ট এবং অপদার্থ কাঠ মলবীজাত এই বাঈজী কে আমাদের আজকের বিশেষ রিপোর্ট....... "হয়রান বাঈজী কিভাবে সব জানে ?? " ******* সাক্ষাৎকার শুরু হল ******* প্রশ্নকর্তা: কিরে ? ? ? কেমন আছিস ?? ভালই....... এইমাত্র আরেকটা তালগাছ নিয়া আসলাম... প্রশ্নকর্তা: কই থেকে ?? কার কাছ থেকে??? কিভাবে ??? বুয়েটের সি.এস.ই. তে পড়া এক পোলার কাছ থেকে...... হ্যায় কয়, ২টা শব্দ মিলাইতে ১.৫টা তুলনা করা লাগবে আর আমি কইলাম না ২টা লাগবে..... তারপর সে আমারে ৪৪টা জার্নাল পেপার দেখাইলো কিন্তু কিয়ের কি....... মানলাম ই না.... শেষে তালগাছ দিয়া দিল আমারে..... প্রশ্নকর্তা: বুঝি নাই.......কম্পু টেকী হইলি কেমনে তুই /??? তোরে না দেখলাম কালকে ডারউইন নিয়া ফাল পাড়তেসিস?? আরে বুঝেন না কেন..... আমি হলাম বাঈজী...... লোকদের মনোরঞ্জন করাই আমার কাজ...... আজকাল কেউ নাচ দেখে না তাই এসব করেই মনোরঞ্জন করি......... যা পাই ঝাইড়া দেই... প্রশ্নকর্তা: তুই নাকি কারো নাম কিংবা কোন সাবজেক্টের নাম শুইনাই ওই বিষয়ে সবচেয়ে বড় জ্ঞানী হইয়া যাইস ??? এ আর এমন কঠিন কি....... প্রথমে কিছু কথা রেডী করা লাগবে... তারপরে সেই রেকর্ডই বারবার বাজানো লাগবে আর সবশেষে কেউ ওগুলা মেনে নিয়া অন্য কোন প্রশ্ন করলে ডায়গল দিতে হবে: "টপিক নিয়ে কথা বলেন" প্রশ্নকর্তা: তোর ধরা খাওয়ার কাহিনী বল ২/১ টা..... সিউল আমারে বলছিল, "কোরআনের সবকিছু ২০০৯ সালের বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব না, যেমন: চাঁদ দ্বিখন্ডিত হইসিলো এটাই প্রমাণ করা সম্ভব না"........ আমি এইটার জবাবে কিছু বলতে পারি নাই...... সাহোশি৬ আমারে বলছিল, "প্রাণ কিভাবে আসলো সেটা বলেন"..... আমি এইটারও জবাব এড়ায় গেছি.. প্রশ্নকর্তা: শুভ'র ব্যাপার টা???? তুই দেখলাম জুওলজী'র স্টুডেন্টের উপরে জুওলজী নিয়া পার্ট নিস ওরটাও পার হয়া গেছি....... বলে দিসি ঢাবি'র জুওলজী'র প্রফেসররা এবং স্টুডেন্টরা কিচ্ছু জানে না......... প্রশ্নকর্তা: তোর স্টাডী ব্যাকগ্রাউন্ড কি ??? বলব না........ প্রশ্নকর্তা: বিশিষ্ট কম্পু এচপেচালিস্ট ছাগু চিফ তিনকোনা'ও বলতো না.....তোরা সবকয়টাই একই ক্যাটাগরীর........ ব্লগে ল্যাদাইতে দেন আমাদের..... কই পড়ি সেটা বললে তো ল্যাদানীর সুযোগ চলে যাবে...... প্রশ্নকর্তা: যা ভাগ........ দূরে গিয়া মর অপদার্থ কোথাকার ........ জ্বি...... নতুন কোন থিওরী পয়দা করবো শিগগীরই...... ******************** যারা হয়রান বাঈজীরে চিনেন না তারা ডারউইনের বিবর্তনবাদ লিখে এই ব্লগে সার্চ করে দেখেন....... সবচেয়ে বড় ইডিয়টিক লিখাটা যার সেই হল আমাদের হয়রান বাঈজী......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.