ঝামেলা ভাল লাগে না সাংবাদিকেরা সত্য-মিথ্যা বলছেন, লিখছেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যাস ই হল বেশি কথা বলা । তবে উনার এই কথা কিন্তু ফেলে দেবার মত নয় । আপনারা কিছু জিনিস চিন্তা করে দেখেন । আমাদের দেশর সাংবাদিকরা হয়ত তাদের নিজস্ব পেশাগত দায়িত্ব পালনে ১০০% সঠিক পথে থাকতে পারছেন না । এখানে যে কেউ কারো বিরুদ্ধে যা ইচ্ছা লেখতে পারে , সেই ব্যক্তি কি করতে পারে? বড়জোর একটা প্রতিবাদ লিপি পাঠাতে পারে ।
আর কিছু করতে পারে? বি, এন, পি নাকি আই এস আই এর কাছ থেকে টাকা নিয়েছিল , প্রথম আলো তা খুব গুরত্ব সহকারে প্রকাশ করে , পরে দেখা গেল তা ঠিক না । প্রথম আলো এর বিরুদ্ধে তো একটা বড় গ্রুপ কয়েকটা পত্রিকাও বের করেছে , তারা অনেক রিপোর্ট ও প্রকাশ করেছে মতিউর রহমান ও প্রথম আলো এর বিরুদ্ধ্রে । সবকিছু প্রেস কাউন্নসিল এ গিয়ে থেমে আছে , তাদের কিছু হচ্ছে না । ডেস্টিনি বাংলাদেশে প্রতারনার ফাদ পেতেছে ২০০০ সালে , মিডিয়া এখন এই বিষয় নিয়ে লিখছে , আগে কি হয়েছিল? এয়ারটেল যখন প্রথম দেশে আসে , তখন তারেক রহমান ও এয়ারটেল নিয়ে প্রথম আলো তে কিছু লেখা প্রকাশ করা হয়েছিল । ফলে প্রথম আলো তে অনেকদিন এয়ারটেল এর বিজ্ঞাপন দেখি নি , পরে কিভাবে সবকিছু ঠিক হয়ে গেল ? গত তত্তাব্ধায়ক সরকারের সময় তো মিডিয়ার ভুমিকা কি ছিল , তা সবাই জানে ।
আমার মনে হয় , সাংবাদিকদের আরও দায়িত্ব নিয়ে লেখা উচিত , করান কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু মিডিয়া সবসময় স্বাধীন ছিল, এখনও আছে । তাই আমরা সাধারণ মানুষরা মিডিয়া এর দায়িতবশীল আচরণ কামনা করি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।