আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলংকাঃ যেখানে সারা বছরই গরম।

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলংকায় মূলত ২টিই ঋতু। এখানে সারা বছরই গরম। কোন শীতকাল এখানে নেই।

দুইটিই ঋতু- গ্রীষ্ম আর বর্ষা। তাপ মাত্রা সাধারণ বেশীর ভাগ সময়ই ৩০ ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি থাকে। আপেক্ষিক আর্দ্রতা ৮৮% বা এর কাছাকাছি। এখানে বাংলাদেশের মতো ঝড় হয় না। ঘুর্ণিঝড় হয় না কখনোই।

বড় দুর্যোগ ছিল ২০০৪ সালের সুনামি। তাপমাত্রা বেশ বেশী হলেও সমুদ্রের মাঝে অবিস্থত হবার কারণে বেশী অসহ্য গরম মনে হয় না। তবে দুপুর বেলায় বেশীর ভাগ সময়ই কাঠাল পাকা গরম পড়ে। এখানে বিদ্যুত বিভ্রাটের কোন সমস্যা না থাকাতে মানুষ ফ্যান বা এসি চালাতে পারে। ফলে গরম কে কেউ পরোয়া করে না।

এত গরম হলেও প্রায়ই বৃষ্টি হয়। বেশীর ভাগ সময়ই দেখা যায় বিকেল বেলায় হঠাৎ করে আকাশ কালো হয়ে মেঘ দেখা দেয়। ঝমাঝম বৃষ্টি নামে। বৃষ্টি বেশী হয় নভেম্বর- জানুয়ারি মাসে। একটি মজার ব্যাপার হল এমন গরমের দেশে একটি জায়গা আছে যেখানে সারা বছরই শীত।

জায়গাটির নাম Nuwara-Eliya. এটি রাজধানী থেকে প্রায় ১৮০ কি মি দূরে মধ্যপ্রদেশে অবস্থিত । এখানে এমনই শীত যে দুপুরে কলম্বো থেকে গরমে ঘামতে ঘামতে যদি রওয়া হন সন্ধ্যায় Nuwara-Eliya পৌছে শীতে ঠক ঠক করে কাপতে হবে। এখানকার হোটেলগুলো আছে ভাল। কোন কারেন্ট খরচ নেই। পানি খরচ নেই।

কারণ শীতের জ্বালায় কেউ ফ্যান ব্যবহার করে না। এসি তো স্বপ্ন মাত্র। আর এতো শীতে কে গোসল করবে। এখানে মাঝে মাঝে তাপমাত্রা - মাইনাস এর ঘরেও যায়। সাধারণ গড় তাপমাত্রা এখানে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আগামীতে Nuwara-Eliya-কে নিয়ে একটি পোস্ট দেব। আর হ্যা, শ্রীলংকা বেড়াতে এলে Nuwara-Eliya-তে না গেলে কিন্তু আপনার সফর অসম্পূর্ণ থাকবে । তাই Nuwara-Eliya একবার ঢু মারতে হবে আপনাকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।