আমাদের কথা খুঁজে নিন

   

পুনে ওয়ারিয়র্সের সঙ্গে তামিমের চুক্তি

ভালবাস সবাই ভালবাসাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের হয়ে চুক্তি সই করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলের পঞ্চম আসরের জন্য সৌরভ গাঙ্গুলীর দল তার সঙ্গে এ চুক্তি করেছে। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্মেন্সের পর জোর গুঞ্জন ছিলো আইপিএলের পুনে ওয়ারিয়র্সে খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। সব গুঞ্জনকে সত্যি করে আইপিএলের হয়ে এবার মাঠে নামবেন তিনি। তামিম দলের ১১তম বিদেশি খেলোয়াড়।

এছাড়া চলতি সপ্তাহে আরেক বিদেশি খেলোয়াড় মাইকেল ক্লার্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দলটি। এ সম্পর্কে তামিম জানান, সৌরভ গাঙ্গুলী ও মাইকেল ক্লার্কের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতা হবে। এছাড়া তাদের সঙ্গে খেলতে পারবেন বলে নিজেকে ভাগ্যবানও মনে করেন তামিম। তিনি আরো বলেন, ‘আমার জন্য এটা একটা বাড়তি সুযোগ। সাকিবই আমার জন্য এ রাস্তা খুলে দিয়েছে।

আমি আমার সতীর্থের সঙ্গে আইপিএলে খেলতে চেয়েছিলাম। এটা দেশের অন্য খেলোয়াড়দের আরো উৎসাহিত করবে। ’ তামিমের আগে আইপিএলে খেলেছেন মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), আব্দুর রাজ্জাক (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মাশরাফি বিন মুর্তজা (কলকাতা নাইট রাইডার্স) ও সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)। তামিম এবারই প্রথম আইপিএলে খেলছেন। সাকিব খেলবেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.