আমি এক স্বপ্ন ভোলা পুনে ওয়ারিয়র্সের হয়ে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে খেলবেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল। শনিবার রাতে বিসিবির ডিনার পার্টিতে এ ব্যাপারে তামিমকে জিজ্ঞ্যেস করা হলে সে সময়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুঞ্জন শোনা যায় পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তামিম। চোটের কারণে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের প্রথম ম্যাচে ভিক্টোরিয়ার হয়ে মাঠে নামেননি তামিম। সুপার লিগের প্রথম দুই ম্যাচে খেলছেন না জানিয়েছিলেন আগের দিনই। রোববার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তামিম নিশ্চিত করেন আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা। এশিয়া কাপের চার মাচে টানা চার অর্ধশতক হাঁকানোর পর সৌরভ গাঙ্গুলির দল ওয়ারিয়র্সে ডাক পেলেন তিনি। তিনি বলেন, “পুনে ওয়ারিয়র্সের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি এ সপ্তাহের মধ্যেই চুক্তির কাগজপত্র হাতে পেয়ে যাব।” Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।