আমাদের কথা খুঁজে নিন

   

যেকোনো এটিএম বুথে সব ব্যাংকের কার্ড ব্যবহার করা যাবে!

................................................................................................... সব ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড একই নিয়মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পদ্ধতিতে ব্যাংকগুলোর কার্ডের ধরনও এক রকম হবে। এতে করে যেকোনো ব্যাংকের গ্রাহক যেকোনো এটিএম বুথ ব্যবহার করে তাঁদের প্রয়োজনীয় লেনদেন সারতে পারবেন। গ্রাহক ও ব্যাংক উভয় পক্ষের খরচ কমাতে এবং কার্ডগুলোকে নির্দিষ্ট একটি নিয়মের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক (ইডি) দাশগুপ্ত অসীম কুমার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এতে বিভিন্ন ব্যাংকের নামে সারি বেঁধে পৃথক এটিএম বুথের প্রয়োজন হবে না। যেকোনো গ্রাহক যেকোনো কার্ড যেকোনো বুথে ব্যবহার করে তাঁদের লেনদেন সারতে পারবেন। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত কেন্দ্রীয় হিসাবের মাধ্যমে দিনের লেনদেনের নেট নিষ্পত্তি করে ব্যাংকগুলোকে নিজ নিজ হিস্যা দেওয়া হবে। দেশে বর্তমানে দেশি ও বিদেশি দুই ধরনের কার্ড রয়েছে। দেশি কার্ডের মধ্যে ডাচ্-বাংলা, ব্র্যাক, দ্য সিটি উল্লেখযোগ্য।

বিদেশি কার্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো ভিসা, মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস কার্ড। বিদেশি কার্ডগুলো এখনই সব ব্যাংকের বুথে ব্যবহারের উপযোগী। তবে দেশের ব্যাংকগুলোর নিজস্ব তত্ত্বাবধানে তৈরি কার্ডগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই কার্ডগুলো সব ব্যাংকের বুথে ব্যবহার করা যায় না। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের কার্ডের ধরন একই করতে উদ্যোগী হয়েছে।

নতুন পদ্ধতিতে কার্ডের নিরাপত্তাব্যবস্থা, নাম, হিসাব নম্বর ও পাসওয়ার্ড কত অক্ষরের হবে, সে বিষয়ে নির্দেশনা থাকবে। স্থানীয় কার্ডগুলোর ক্ষেত্রে একেক ব্যাংক একেক ধরনের মাশুল কেটে থাকে। নতুন ব্যবস্থায় বার্ষিক এবং প্রতিবার লেনদেনে কত টাকা মাশুল কাটা হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হবে। তবে বিদেশি কার্ডগুলো যেহেতু আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি, তাই এ বিষয়ে এখনই কোনো নির্দেশনা থাকবে না। প্রথম আলো থেকে নেয়া-  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.