প্রদীপ হালদার,জাতিস্মর। আওয়াজ মানুষকে তৈরী করে ।
আওয়াজই মানুষকে তৈরী করে । ছোট্ট থেকে বেড়ে ওঠা শুরু হয় বাবা এবং মায়ের আওয়াজে । তাদের আওয়াজ শুনে শুনে আমরা সবাই চলতে শিখি ।
তারপর আমরা শুনতে থাকি শিক্ষকের আওয়াজ । শিক্ষক আওয়াজ দেয় । সেই আওয়াজ আমরা সবাই নিতে পারি না । যদিও শিক্ষক বই-এর আওয়াজ দেয় । তবু একই আওয়াজ আমরা সবাই নিতে পারি না ।
সেটা বোঝা যায় পরীক্ষার খাতায় । একজনই প্রথম হয় । একই ব্রেন । তবু সবার ব্রেন একই আওয়াজ নিতে পারে না । যে যেমন আওয়াজ নিতে পারে সে সেই আওয়াজের দিকে এগিয়ে চলে ।
যে আওয়াজ আমরা নিতে পারি না সেই আওয়াজ আমরা বলতে পারি না । ডাক্তারি শাস্ত্রের আওয়াজ যে নিতে পারে সেই ডাক্তার হয় । পাইলটের আওয়াজ যে নিতে পারে সেইতো পাইলট হয় । যে রান্নার আওয়াজ নিতে পারে সেইতো পারে রান্না করতে । সবাই সব রকমের আওয়াজ নিতে পারে না ।
যে গালি দেয়, আর যে গালি নিতে পারে, সেই পারে গালি দিতে। অনেকে গালি দেয় অথচ অনেকে গালি দিতে পারে না, কেননা সে তো গালির আওয়াজ নিতে পারে নি । ডাক্তারি আওয়াজ তুমি দিতে পারো যদি ডাক্তারি আওয়াজ তোমার নেওয়া থাকে । যে আওয়াজ তুমি শুনেছো , তুমি কেবল সেই আওয়াজ দিতে পারো । যে আওয়াজ তুমি কখনো শোননি সেই আওয়াজ তুমি কোনদিন দিতে পারো না ।
তুমি আমি আমরা সবাই আওয়াজ । তোমার আমার শরীর এক । কোথাও কিছু লেখা নেই । তোমার আমার সকলের পরিচয় আওয়াজে । ভালো আওয়াজ আনন্দ দেয় ।
খারাপ আওয়াজ দুঃখ দেয় । আওয়াজ আওয়াজই । তার আবার ভাল মন্দ কি । আমরাই আওয়াজের ভেদাভেদ করেছি । আমরা সবাই এক ।
আওয়াজই আমাদেরকে আলাদা করেছে ।
আমরা সবাই আওয়াজে আটকা পড়ে আছি । আওয়াজ আমাদেরকে বাঁচিয়ে রাখে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।