আমাদের কথা খুঁজে নিন

   

আওয়াজ

প্রদীপ হালদার,জাতিস্মর। আওয়াজ প্রদীপ হালদার জাতিস্মর আমরা সবাই বলি ঈশ্বর আছে । ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে । আমাদের শরীরে আত্মা আছে । আত্মাই আমাদেরকে পরিচালনা করে ।

ভগবৎগীতা বলেছে আত্মা অমর এবং অবিনশ্বর । তাহলে আমাদেরকে জানতে হবে আত্মা তাহলে কি । আত্মা সম্বন্ধে নানান জনে নানান কিছু বলেছে । আ্মি কে ? আমি হলাম আত্মা । প্রথমে বলি ঈশ্বর কে ? ঈশ্বর হলো মুখের আওয়াজ ।

এক এক মানুষের মধ্যে এক এক রকমের আওয়াজ ঢোকে । এই আওয়াজই হলো ঈশ্বর । ঈশ্বর নিজেই ঠিক করেছে কোন্‌ মানুষকে দিয়ে কোন্‌ কাজ করাবে। যে মানুষের মধ্যে ডাক্তারি শাস্ত্রের আওয়াজ ঢোকে ঈশ্বর তাকে ডাক্তার বানায় । আওয়াজই ঈশ্বর ।

তাই বলতে পারি সবাই ঈশ্বর । আমরা ঈশ্বরকে ডাকি । আসলে ঈশ্বর আমার মধ্যে আগে থেকেই ঢুকে আছে। আওয়াজ হলো ঈশ্বর । যার মধ্যে যে ধরণের আওয়াজ ঢুকে আছে সে সেই ধরণের ঈশ্বরের অধিকারী ।

তাই প্রত্যেকেই ঈশ্বর । পরবর্তীকালে এই আওয়াজই আত্মা হিসাবে কাজ করে । আমার শরীর থেকে অর্থাৎ মুখ থেকে আওয়াজ বের হয় এবং অন্যের শরীরে ঢোকে এবং পরিচালিত হয় । আত্মা এবং ঈশ্বর এক হয়ে একই শরীরে আছে । তুমি কে ? তুমি আমার কাছে ঈশ্বর ।

তোমাকে কে পরিচালনা করছে ? আত্মা অর্থাৎ আওয়াজ অর্থাৎ ধারণা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।