আমাদের কথা খুঁজে নিন

   

আওয়াজ

তারা ভরা রাতের নিষাচর...

বড় সাধ ছিল একটা গাড়ি কিনব। তাইত টাকা গুলো জমা করলাম। কিন্তু বাজেটের ঝাঝে গাড়ি আজ নাগালের বাইরে... মাইরে। আমার ভরসা তাই বাস..প্রতিবার উঠটে খেতে হয় বাশ। তবে বিরি খাই না তাই বিরিখোরদের প্রতি সহানুভুতি জানানোর ভাষা নেই...। বিরি না খেলেও নিত্য প্রয়োজনয় জিনিষে ভ্যাটের চাপে কিছুটা চিড়ে চ্যাপ্টা হলেও কর বিভাগের চড়ের কাছে ও কিছু না। বেসরকারি চাকরি আমার তিন বছরে বেতন বেড়েছে হাতে গোনা... বাজারে গেলে কিনতে পারি শুধু মাছের পোনা। তবুও আশাই বুক বেধেছি ভাই, বছর দুই পরে কোন লোড শেডিং নাই। নতুন বাজেট এর শুভেচ্ছা সবাই কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।