আমাদের কথা খুঁজে নিন

   

আওয়াজ



মক্কা থেকে মদীনায় প্রেরিত রাসূলুল্লাহ (সা)- এর দা'ঈ-ই-ইসলাম হযরত মুস'য়াব ইবন উমাইরের (রা) হাতে নবুওয়াতের দ্বাদশ বছরে হযরত মু'য়াজ যখন ইসলাম গ্রহণ করেন তখন তাঁর বয়স ১৮ বছর। আকাবার তৃতীয় বাইয়াত শেষে মু'য়াজ যখন মক্কা থেকে মদীনায় ফিরলেন, ঈমানী আবেগে তাঁর অন্তর তখন ভরপুর। মদীনায় ফিরে তিনি এবং তাঁর মত আরও কিছু যুবক সিদ্ধান্ত নিলেন তাঁরা প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক মদীনাকে প্রতিমামুক্ত করবেন। তাঁদের এই আন্দোলনের ফলে হযরত 'আমর ইবনুল জামূহ প্রতিমা পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। এই চমৎকার ঘটনাটি-ই আজ আপনাদের কাছে তুলে ধরা হলঃ- 'আমর ইবনুল জামূহ ছিলেন মদীনার বনু সালামা গোত্রের অতি সম্মানিত সর্দার।

অন্য নেতাদের মত তাঁরও ছিল একটি অতি প্রিয় কাঠের প্রতিমা। প্রতিমাটির নাম ছিল মানাত। এই প্রতিমাটির প্রতি ছিল 'আমরের অত্যাধিক ভক্তি ও শ্রদ্ধা। তিনি অতি যত্ন সহকারে সুগন্ধি মাখিয়ে রেশমী কাপড় দিয়ে সেটি সব সময় ঢেকে রাখতেন। মক্কা থেকে ফেরা এই তরুণরা রাতের অন্ধকারে একদিন চুপে চুপে মূর্তিটি তুলে নিয়ে বনু সালামা গোত্রের ময়লা- আবর্জনা ফেলার গর্তে ফেলে দেয়।

সকালে ঘুম থেকে উঠে 'আমর ইবন জামূহ যথাস্থানে প্রতীমাটি না পেয়ে খোঁ খুঁজি শুরু করলেন। এক সময় ময়লা-আবর্জনার স্তূপে প্রতীমাটি মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ব্যথিত কন্ঠে বলেনঃ তোমাদের সর্বনাশ হোক! গত রাতে আমার ইলাহ'র সাথে কারা এমন আচরণ করলো? তিনি প্রতিমাটি সেখান থেকে তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর-সুগন্ধি লাগিয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। প্রতীমাকে সম্বোধন করে বললেনঃ ওহে মানাত , আমি যদি জানতাম, কারা তোমার সাথে এমন আচরণ করেছে! পরদিন রাতে আবার একই ঘটনা ঘটনা ঘটলো। সকালে 'আমর খুঁজতে খুঁজতে অন্য একটি গর্ত থেকে প্রতীমাটি উদ্ধার করে ধুয়ে মুছে আগের মত রেখে দেন। পরের রাতে একই ঘটনা ঘটলো।

তিনিও আগের মত সেটি কুড়িয়ে এনে একই স্থানে রেখে দিলেন। তবে এ দিন তিনি প্রতীমাটির কাঁধে একটি তরবারি ঝুলিয়ে দিয়ে বল "আল্লাহর কসম! তোমার সাথে কে বা কারা এমন আচরণ করছে, আমি জানিনে। তবে তুমি তাদের দেখেছো। হে মানাত, তোমার মধ্যে যদি কোন ক্ষমতা থাকে তুমি তাদের থেকে আত্মরক্ষা কর। এই থাকলো তোমার সাথে তরবারি।

" রাত হলো। তরুণরা আজও এলো। তারা প্রতীমার কাঁধ থেকে তরবারি তুলে নিয়ে একটি মৃত কুকুরের সাথে সেটি বাঁধলো। তারপর প্রতীমাসহ কুকুরটি একটি নোংরা গর্তে ফেলে চল 'আমর সকালে খুঁজতে বেরিয়ে মূর্তিটির এমন দশা দেখে তাকে লক্ষ্য করে একটি কবিতা আবৃত্তি করেন। তার প্রথম লাইনটি এমনঃ 'আল্লাহর কসম! তুমি যদি সত্যি-ই ইলাহ হতে তাহলে এমনভাবে কুকুর ও তুমি এক সাথে গর্তে পড়ে থাকতে না।

' এভাবে 'আমর ইবন জামূহ মূর্তিপূজার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। (তথ্যসূত্রঃ আসহাবে রাসূলের জীবনকথা-৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।