আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে খুঁজি

নাদিয়া জামান কালের গর্ভে হারিয়েছি যা তা কি পাওয়া যাবে আর বাংলার যত ঐতিহ্য কৃষ্টি অলঙ্কার। জারি সারি পালা হারিয়েছে কোথা কেউ তো রাখে নি খোঁজ পুতুল নাচ আর যাত্রাপালা এসব ও হলো নিখোঁজ। বটের ছায়ায় কোন এককালে রাখাল বাজাইত বাঁশি কাজের মাঝে হুঁকা টানিত সুঠাম দেহের চাষি। বউ নিয়ে মিয়া যাচ্ছে মেলায় সাথে চিড়া মুড়ি গুড় মহিষের গাড়ি হঠ হঠ হঠ চল চল হুড় হুড়। এসব এখন গল্পের বইয়ে খুঁজে পাওয়া ও যে দায় গায়ের বধূ যায়না নাইওর পালতোলা কোন নায়।

ধর্ম বর্ণে নাই ভেদাভেদ সবাই সবার জন্য সারা গাঁয়ে যারা জ্যেষ্ঠ তারাই ছিলেন সবার গণ্য। কলসি কাঁখে বৌ ঝি'রা গাঙ্গে আনিতে যাইত জল কাঁদা মাখামাখি শালুক তোলা দস্যি ছেলের দল। আমার গাঁয়ে এমন ছবি হারিয়ে গেলো কই নবান্নে আর হয়না ঘরে বিন্নি ধানের খই। মেঠো বাউলেরা দরাজ গলায় গাইত যখন গান এক তারাটার মাটির সুরে দুলতো সবার প্রাণ। হারিয়ে খুঁজি বাংলা মায়ের হারিয়ে যাওয়া সব পাখপাখালি করুক আবার মধুর কলরব।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।