আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে গিয়েছি

ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি॥ হারিয়ে গিয়েছি, এটাই জরুরী খবর অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয়ে অভিমানে হারিয়ে যাওয়ার, নিয়ম নেই এখানে হারাব বলে, পা টিপে রোঁদে গেলেই, গোটা শহর বাঁতি জ্বেলে সতর্ক পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকা নিশুতি তে রুপকথার শুনে শিউরে ওঠে না গা স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলী ফুল আলো আকাশ নুয়ে এসে ছয়ে না কপাল।। হারিয়ে যাইনি তবু, এটাই জরুরি খবর আকাঙ্খা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোন মানে নেই নিবির ঘরে আধো আলো বিশ্বাসে বুকের গভীরে কার যেন ডাক আসে। যদি কোন দিন ঝরে ঝরে যায়ে অন্ধকার ভালবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ যদি কোন দিন ওটুট বিশ্বাসে, যদি কোন দিন......…… যদি কোন দিন, যদি কোন দিন…………….......... যদি কোন দিন...... অর্ণবের গান "যদি কোন দিন" এর কথা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।