অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। হারিয়ে গেছি আমি তোমার ছায়া পথের পরিধি থেকে, হারিয়ে যাচ্ছি আমি, তোমার স্মৃতির কোলাহল থেকে, কল্পলোকের স্বপ্নগুলো থেকে অনেক দূরে, দুর্জয়, বিমূর্ষ কারাগারে। ফ্যাকাসে মলিন হাসি নিয়ে, হারিয়ে যাচ্ছি আমি তোমার পথ থেকে, জীর্ণ ধরা ইতিহাস, বাধা ফ্রেমে ধুলো জমা হারনো পদচ্ছাপ। সময়ের গোধূলি রচিত হচ্ছে আমার সংবিধানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।