আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে বুঝবি

ক্লান্তির পিছু ঘুরে ঘুরে বড্ড ক্লান্ত আমি। একটু খানি প্রাপ্তি দরকার। একদিন ঠিকই তুই বুঝবি, চিৎকার করে জানি তুই চাইবি, খুজে ফিরবি জানি হারানো পথ, ফিরে পেতে চাইবি হারানো দিন। নদীর পাড়ে একলা ঘাটে, জানি তুই একদিন একলা হাঁটবি, পিছু ফিরে চাইবি জানি শুনতে, কেউ আঁচল টেনে বলুক - ভালবাসি। একলা সন্ধায় শেষ আলোতে, জানি ভিজাবি চোখ তোর শিশিরে, অপেক্ষাতে তোর হবে আধার, তবু থাকবে নিশ্চুপ জানিস ফোন। হয়তো ফিরবনা ছুতে তোর আঁচল, অথবা মুছতে চোখের শিশির, তবু সেদিন নিজেকে ভালবাসিস, জানিস হারিয়েছি আধারে - অবহেলাতে। হয়তো বাজবেনা ফোন তোর আর কোনদিন, তবু জানিস অপেক্ষাতেই আছি তোর, যত দুরেই থাকি - তবু জানিস, চোখ বুঝলেই আমায় পাবি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।