আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনা জেলার বধ্যভূমি সমূহ ::

------ নেত্রকোনা জেলার বধ্যভূমি সমূহ :: "মুক্তির মন্দির সোপান তলে/ কত প্রাণ হল বলিদান/ লেখা আছে অশ্রুজলে। " ১ ৯ ৭ ১ জারিয়া রেল স্টেশনের বিশ্রামাগারটির অস্থায়ী হানাদার ক্যাম্পে এনে নির্যাতনের পর জারিয়া বধ্যভুমিতে হত্যা করে কংস নদের জলে লাশ ভাসিয়ে দিত। এছাড়াও এখানে নাম না জানা অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করে হানাদার ও তাদের দেশীয় দোসররা। নিচে নেত্রকোনা জেলার কিছু বধ্যভূমির নাম তুলে ধরছি : ১। মোক্তারপাড়া সেতু বধ্যভূমি ২।

ত্রিমোহনী সেতু বধ্যভূমি ৩। জারিয়া বধ্যভূমি ৪। বিরিশিরি বধ্যভূমি ৫। বিজয়পুর বধ্যভূমি ৬। কলমাকান্দা উবধাখালি নদীর পাড় বধ্যভূমি ৭।

রামপুর বাজার বধ্যভূমি ৮। আজগরা গণহত্যা ৯। নাজিরপুর বাজার বধ্যভূমি ১০। ধোপাগাতি বধ্যভূমি ১১। ঘোড়াইল বধ্যভূমি ১২।

চল্লিশা রেল সেতু বধ্যভুমি ১৩। চন্দ্রনাথ বি্দ্যালয় বধ্যভূমি ১৪। পূর্বধলা পুকুরিয়াকান্দা বধ্যভূমি ছবি সহ বিস্তারিত নিচে দেখুন :: এক। দুই। তিন।

চার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.