নেত্রকোনায় দুপুরে শহরের ছোটবাজারের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়, জেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রনি।
বক্তারা বলেন, বায়তুল মোকাররমে কুরআন শরীফে আগুন দিয়ে হেফাজত প্রমাণ করেছে তারা ইসলামবিরোধী। ইসলামের কথা বলে হেফাজত সাধারণ মানুষ হত্যা করছে, সম্পদে আগুন দিচ্ছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, দুপুরে শহরের থানা রোডের জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ, মোকাররম মিয়া বাবু, আক্কাস হেসেন, খন্দকার নাজমুল হোসেন লেভী, শওকত আলী জাহিদ প্রমুখ ।
রোববার ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে হেফাজত ইসলাম রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়। এতে কয়েকজনের প্রাণহানীর ঘটনা ঘটে। ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয় ব্যাপকভাবে।
এ তাণ্ডবের প্রতিবাদে আওয়ামী লীগ সোমবার ঢাকায় সমাবেশসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হলেও সারাদেশে সে কর্মসূচি পালিত হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।