আমাদের কথা খুঁজে নিন

   

"নেত্রকোনা" বানান 'ন' দিয়ে লিখুন

------


ভাষা মানুষের চিন্তার ধারক। চেতনার চলমান যন্ত্রবিশেষ। শব্দে কিংবা নি:শব্দে যেভাবেই হোক ভাষার কাঁধে চড়েই আমাদের সমাজ-সংস্কৃতি বিকশিত হয়। বাংলা ভাষী মানুষ হিসেবে ভাষার নূন্যতম জ্ঞান আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। অথচ প্রাত্যহিক ব্যবহারিক জীবনে ছোট ভুলগুলোও আমাদের চোখের ভূগোল ডিঙিয়ে যায়।



আমাদের প্রিয় শহর 'নেত্রকোনা' বানানটির কথাই ধরুন। যে শহরটিতে আমরা ভ্রুণ থেকে ভূমিষ্ট হয়েছি। যে শহরের আলো-ছায়া মৃত্তিকায় আমাদের প্রটিনিয়ত বেড়ে ওঠা। সে 'নেত্রকোনা' বানান নিয়েই আমাদের দ্বন্দ্বের শেষ নেই। কেউ লিখি 'নেত্রকোণা' আবার কেউ লিখি 'নেত্রকোনা' ।


এই চার বর্ণের বানানটির দিকে চোখ রেখে আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষাবিদ-প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার মনে করেন-'কোণ' শব্দটি সংস্কৃত। ণ-ত্ব বিধান অনুসারে এখানে 'মূর্ধণ্য-ণ' ব্যবহৃত হয়েছে। 'কোনা' সংস্কৃত শব্দ নয়। সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোন শব্দে 'মূর্ধণ্য-ণ' হয়না। তাই 'নেত্রকোনা' বানানের ক্ষেত্রে তিনি 'দন্ত-ন' ব্যবহার করাই সঠিক, যথাযথ এবং উপযুক্ত মনে করেন।

সে ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই।

একই প্রসঙ্গে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মতীন্দ্র সরকারও বলেন-
'যেহেতু 'কোণ' শব্দটি তৎসম, আর 'কোনা' শব্দটি তদ্ভব। তাই কোন তদ্ভব শব্দে 'মূর্ধণ্য-ণ' বসেনা। সুতরাং আমরা নেত্রকোনা বানান লিখতে গেলে 'দন্ত-ন' ব্যবহার করেই লিখব। আর সেটাই হবে সঠিক।

লক্ষণীয়: কোনা: কোন। বিণ। তদ্ভব। কোন[

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.