লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। কলেজের গেট দিয়ে ঢুকতেই সিকিউরিটি সঞ্জিব মামা বলতো 'আজ কয়টায় পালাইবা'?? যেখানে সবাই টানা ক্লাস করতো সেখানে প্রায়ই আমি আর রতন পালিয়ে যেতাম, আমার এই পালানো রোগের কুফল পেত বন্ধু রাসেল, ওকে বলতাম ব্যটা চুপ কইরা আমার সিটে বসে থাকবি নাম ডাকার সময় আমার এটেন্ডেন্স মিস গেলে তোর রক্ষা নাই, হাল্কা পাতলা রাসেল তা মেনে নিত। যদিও শেষ রক্ষা হয়নি এইসবের জন্য ৪৪ ঘন্টা শারীরিক শ্রমমূলক জেল ক্লাস করতে হয়েছিল।
মাঝে মাঝে সঞ্জীব'দা দের গার্ডস রুমে বসে ফুয়াদ, রবিন, সানি, রতন, জাকারিয়া, রায়হান, দীপ, আমি - সিগারেট ফুকাতাম। ক্লাস না করে ঘুমানোর জন্য যায়গাটা অসাধারণ।
সেকেন্ড ইয়ারে ৫টায় ক্লাস শেষ হবার পরও কলেজে ঘুরাঘুরি করতাম। কারন সন্ধ্যা থেকে নাইট স্কুল শুরু হত। আমাদের লক্ষ্য ছিল ইভা নামক জনৈকা তরুনী। ভয়াবহ রুপসী কিন্তু গরীব। আমরা সবাই তাকে ভালোবাসতাম।
আমি আর রতন সবচেয়ে বেশী। এক রাতে এমন ঘুর ঘুর করার সময় ফাদার বেঞ্জামিন কস্তা আমাদের দেখে সঞ্জিব আর মাইকেল মামাকে বলে আমাদের ধরে আনতে। তারা আমাদের কাছে এসে বলে ""বুকে জোরে ধাক্কা দিয়ে দৌড় দাও, না হইলে আমার চাকরী শেষ, তোমাদের লেখাপড়া" আমরা নগদে কঠিন ধাক্কা দিয়া দৌড়।
নির্জর স্যার, নির্মল স্যার, ফেলেসিতা ম্যাম, এর ক্লাসে আমরা সবাই মোবাইলে পর্ণ দেখতাম। এই জন্য কোনো ইশারা লাগতোনা।
সৈকত, বাবলু, সোয়েব, রাজ্জাক, সওকত, ওয়াসিক, কাশেম, রতন, জনি, প্লাতিনি, বরকত, রুপক আরো অনেকে খুবই মনোযোগ দিয়ে এই কাজটি করে যেত, আমিও দেখতাম, আহ! কি অদ্ভুত ভালোলাগা।
মোক্তার স্যারের ক্লাসে আমারা ছিলাম মুগ্ধ শ্রোতা । অদ্ভুত ভালো লাগতো তার কথাগুলো। মনে পড়ে স্যার আমাকে বলেছিলেন -''বেশী সেয়ানা হবার চেষ্টা কোরোনা আমি তোমার চেয়ে অধিক সেয়ানা''।
রণজিত স্যারের ক্লাসে কত এক হাতে কানে ধরে দাঁড়িয়ে ছিলাম, একটুও
লজ্জা লাগেনি, ইচ্ছে করে বন্ধুরা সবাই বলতাম পড়া পারিনা, সবাই একসাথে শাস্তি খেতাম।
চরম মজা। আমারা ৪ বন্ধু টানা লজিকে ফেল করতাম। ফেলেসিতা ম্যাডাম আমাদের কলেজের শেষ ৭ মাস ফ্রি পড়িয়েছেন।
তারা কে কোথায় আছেন অনেক দিন খবর নেয়া হয় না। তবুও প্রতিদিন এমন শত শত স্মৃতি বুকে এসে খোঁচা দেয়, আমি প্রতিদিন ভাবি যদি একদিনের জন্য হলেও আমার নটরডেমিয়ান লাইফ ফিরে পেতাম, একবার যদি হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে পেতাম।
(হয়তো চলবে.)
একজন অপদার্থ
৪০৮৩০১৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।