প্রথমেই সকল এইচ.এস.সি. পাশওয়ালাদের শুভেচ্ছা জানাচ্ছি। রাজউক নাকি এবারও ফার্ষ্ট হইসে....ভালো কথা কিন্তু নটরডেম ফার্ষ্ট হইতে পারে না কেন? আমি সহ আমার সকল বন্ধুদেরই ইচ্ছা এস.এস.সির পরে নটরডেমে পড়া...দেশের প্রায় সকল মেধাবীভাইগনদেরই মনের মাঝে নটরডেমিয়ান হওয়ার সুপ্ত ইচ্ছা থাকে।কিন্তু দেশসেরা মেধাবীরা ভর্তি হওয়ার পরও কলেজটি সেরা হতে পারে না কেন?? তবে আমি শুনেছি বুয়েট,মেডিকেলের মত স্থানগুলোতে নাকি নটরডেমের গুলোই বেশি চান্স পায়...তাহলে এইচ.এস.সির রেজাল্টের এই হাল কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।