রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের সামনে হানিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, ছাত্রদল বা যুবদলের সমর্থকেরা বাসটিতে আগুন দিয়েছে।
আজ রবিবার বেলা ৩টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুল জলিল বলেন, 'হানিফ পরিবহনের বাসটি বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী নিয়ে সম্ভবত সায়েদাবাদের দিকে যাচ্ছিল। এ সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসের সিটগুলো পুড়ে যায়।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আশরাফুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের জামিন বাতিল হওয়ার প্রতিবাদে সম্ভবত বাসটিতে আগুন দিয়েছে ছাত্রদল বা যুবদলের সমর্থকেরা। এ ঘটনায় কাউকে গ্রেফদার করা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।