প্রদীপ হালদার,জাতিস্মর। আওয়াজ - প্রদীপ হালদার জাতিস্মর
তুমি মুখ থেকে আওয়াজ না দিলে আমি তোমাকে জানতেই পারবো না । তোমাকে জানতে হলে কারো না কারোর আওয়াজ আমাকে নিতে হবে । সেই আওয়াজ কোন মানুষের মুখ থেকে নতুবা বই-এর লিখিত আওয়াজ নিতে হবে ।
তুমি কে ? তুমি আওয়াজ ছাড়া আর কিছু নও ।
মুখ থেকে যেমন আওয়াজ বের হবে তুমি তেমনই । তোমার নাম , ধর্ম , জাত , দেশ সব তোমার গায়ে লেখা নেই । সব লেখা আছে ব্রেনে । যা চোখে দেখা যায় না । মুখের আওয়াজ আমরা বিশ্বাস করি ।
তোমার পরিচয় তোমার আওয়াজে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।