আমি ঝঞ্ঝা,আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি (লেখাটি লিখতে যাওয়ার আগে আমাকে অনেকবার ভাবতে হয়েছে মূলত কোন একটা সংবেদনশীল বিষয় কে নিয়ে লিখতে গেলে একটু সমস্যা, কারণ লেখকের সামান্য অসাবধান মন্তব্য পাঠকের তীব্র আক্রমণের বিষয়বস্তু হয়ে যেতে পারে। )যায় হোক মুল লেখাতে মননিবেশ করা যাক। বেশ কিছুদিন থেকে মানুষের ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে ফেসবুক এর কিছু পেজ like হাতানোর এক অশালীন খেলায় লিপ্ত হয়েছে। শুধুমাত্র নিজের পেজ কে জনপ্রিয় করার জন্য ‘অলৌকিক নিদর্শন’ এর প্রদর্শন ঘটিয়ে তারা হাজার হাজার likes ও comments অর্জন করছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এমন কিছু পেজ আছে যাদের নামের সাথে দূরদূরান্ত থেকেও ধর্মীয় সমৃক্ততা নায় কিন্তু তারাও এই কুরুচিপূর্ণ কর্মে লিপ্ত হয়েছে।
একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এডমিন খালি পোস্ট দিয়েই চলে গেছে বাকি কাজ করছে জনগণ। এ ধরণের অলৌকিক ছবি দেখার পর ধর্মীয় আস্তিক ভাইয়েরা তাদের আস্তিকতার ফুলঝুড়ি ছড়িয়ে ‘আলহামদুলিল্লাহ’ বা ‘সুবহানাল্লাহ’ উচ্চারণ করতে করতে একশ comments পার করছেন তারপর হঠাৎ এক নাস্তিক ভাই এসে বিরোধিতা করছেন তারপর আস্তিক নাস্তিক দ্বন্দ্ব অবশ্যই সমাধানবিহিন এবং পরিশেষে সমাপ্তি। কিন্তু লাভ টা কার হচ্ছে। না আস্তিকের না নাস্তিকের শুধু ওই পেজ এর এডমিন এর। এবারে আসুন এই সমস্ত ঘটনার সত্যতার দিকে নজর দেওয়া যাক।
সুরা বাকারা এর আয়াত নাম্বার তিন “who believe in the unseen”
2:1
to top
Alif, Lam, Meem.
2:2
to top
This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah -
2:3
to top
Who believe in the unseen, establish prayer, and spend out of what We have provided for them,
2:4
to top
And who believe in what has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and of the Hereafter they are certain [in faith].
যার বাংলা অর্থ করলে দাড়ায় ‘তাঁরা অদৃশ্যে বিশ্বাস স্তাপন করে’ (শুধুমাত্র তিন নাম্বার লাইনটাই তুলে দিতে পারতাম কিন্তু অনেকে বলত মাঝখান থেকে তুলছি তাই পুরাটাই তুললাম। ) আসেন এইবার এই লাইনটার সারমর্ম দেখি এই লাইন টার সারমর্ম দাঁড়াচ্ছে অদৃশ্যে বিশ্বাস স্তাপন করা অর্থাৎ যা দৃশ্যেমান নয় (আল্লাহ) তে বিশ্বাস স্তাপন করা কোন অলৌকিতার উপর ভিত্তি করার কথা কিন্তু বলা নায়। এখানে অনেকে এভাবে ব্যাখ্যা দিতে পারেন যে অলৌকিকতা কে মাধ্যম হিসাবে ধরলে সমস্যা কোথায়?সে ক্ষেত্রে এ ধরণের অলৌকিক ঘটনা সব ধর্মেই কম বেশি আছে বিশ্বাস না হয় google করে দেখতে পারেন। আপনার বিশ্বাসের মুলস্তম্ভ যদি অলৌকিকতা হয়ে থাকে তবে আপনার বিশ্বাসের দিকে আঙ্গুল না তূলে পারছি না। অনেকেই হয়ত ভাবতে শুরু করেছেন শালা নাস্তিক লেখক, দয়া করে লেখাটার উপর জোর দিন লেখকের দিকে না।
আমি আস্তিকতা বা নাস্তিকতা দর্শন থেকে লেখাটা লিখি নাই লিখেছি অনেক ছোট্ট একটা ক্ষেত্র নিয়ে। দয়া করে এ ধরণের অলৌকিক নিদর্শনের দোহায় দিয়ে নিজের ধর্মবিশ্বাস কে প্রশ্নবিদ্ধ করবেন না। অনেকেই বলবেন তো আপনার সমস্যা কোথায়? সমস্যা এই যায়গাতে যে আপানাদের এহেন কর্মকাণ্ডে ধর্ম শব্দটার প্রতি আঙ্গুল ওঠে। যুগ অনেক এগিয়ে যাচ্ছে এখন মানুষ এ ধরণের নির্বুদ্ধিতা দেখে হাসাহাসি করে। আপনার ধর্মীয় বিশ্বাস নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু ধর্ম প্রশ্নবিদ্ধ হলে আমার আপত্তি আছে।
কাজেই অলৌকিকতার নিদর্শন দেখা মাত্র ধুমাইয়া like আর comment দেওয়ার আগে চিন্তা করুন আপনার কারণে ধর্মের কোন ক্ষতি হচ্ছে কিনা আগে ধর্ম, পরে বিশ্বাস আপনার অনধবিশ্বাস যেন ধর্মটাকে কলুষিত না করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।