সকালে ওঠে সূর্য সারাদিন আলো দেবার জন্যে। প্রথমে আলোর তীব্রতা থাকে কম, আস্তে আস্তে তীব্রতা বারে, আবার কমতে থাকে তা ধীরে, অবশেষে অস্তমিত হয়, সন্ধায়, পশ্চিম আকাশে। চেয়ে থাকি পশ্চিম আকাশে, গোধুলী বেলায় ভাবি, কেটে গেল আরো এক দিন বেড়ে গেল পৃথিবীর কাছে কিছু দেনা, তোমার আমার এইযে দেখা, তা তো চিরচেনা। তবু তোমার জন্যেই এই পথ চলা এত কথা বলা, এত এত চিন্তার ঢেউ দেখে না তো কেউ, তুলে রাখি সযতনে হৃদয়ের সুগভীর কোণে। দেখি, শূণ্যতায় বিলীন হওয়া যায় কিনা। ভাবছো বুঝি, হতাশায় ভরে গেছে মন, সুরেলা জীবন, বেসুরে ভরেছে এখন। আসলে তা নয়, আসলে তা নয়, জীবন যেন হয়, এমনই সকল সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।