আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে বাস-ট্রাক ভাঙচুর

সিরাজগঞ্জ শহরে আজ বুধবার সকালে একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছেন তাঁরা।
সারা দেশে আজ সকাল থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দিনের হরতাল শুরু হয়েছে। হরতালের শুরুতে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন হরতাল-সমর্থকেরা। এ সময় ওই এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাস ভাঙচুর করেন বিএনপির কর্মীরা।


সকাল পৌনে আটটার দিকে শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হরতালের কারণে কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক হয়ে অল্পসংখ্যক মালবাহী ট্রাক চলাচল করছে। শহরে প্রচুর রিকশা ও অটোরিকশা চলছে।

ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বাস ও ট্রাক ভাঙচুর ছাড়া জেলার কোথাও এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.